সম্মানিত সুধী, আবহমান কাল থেকে যুগের বিবর্তনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার ক্রমধারা বহমান। শিক্ষার প্রয়োজনীয়তা সর্ব যুগে সমান অনুভূত না হলেও এ বিশ্বায়নের যুগে শিক্ষার বিকল্প নেই। বর্তমান কালে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ণের ফলে পড়াশোনা হয়ে পড়েছে চেতনা ও গবেষণা নির্ভর। যার দরুন ভাল ফলাফল ও প্রতিযোগিতার যুদ্ধে সাফল্য লাভ করতে ভাল শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও ভাল পরিবেশের প্রয়োজন। আর এ বিষয় গুলো সামনে রেখেই দেশের শতভাগ শিশুর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যেই সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে নিরলস পরিশ্রম করে চলেছে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ স্যার (প্রাক্তন ডীন, বুয়েট) । মূল ধারাকে সঙ্গি করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে শিক্ষার আধুনিকায়ণের মাধ্যমে এক নতুন এবং যোগোপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছেন। যে পদ্ধতি হলো কওমি, আলিয়া এবং সাধারণ শিক্ষার বিজ্ঞান ভিত্তিক সমন্বয়ে একটি একমুখি শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই আজকের সচেতন শিক্ষিত সমাজই গড়ে তুলবে আগামী দিনের দক্ষ, শিক্ষিত ও আলোকিত সমাজ। এই দায়িত্ববোধ সামনে রেখে আপনার সন্তানের জন্য আমরা বদ্ধ পরিকর। খেলাধূলা, বিশ্রাম ও গতিশীল পাঠদানের মাধ্যমে একটি সুন্দর উপযোগী আদর্শ স্কুল প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনার শিশুর সুন্দর জীবর গড়ার লক্ষ্যে অন্তত প্রতিষ্ঠানে এসে পরিদর্শন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন।
মোঃ আওলাদ হোসেন।
বি.কম. অনার্স
এম.কম. হিসাব বিজ্ঞান, বি-এড (১ম শ্রেণি)
অধ্যক্ষ
ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ